| |
               

মূল পাতা ইসলাম ১ম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


১ম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


জামিল আহমদ     24 March, 2023     04:54 PM    


সংযমের মাস পবিত্র মাহে রমজান। মুসলমানদের নিকট পবিত্র মাহে রমজানের গুরুত্ব অপরিসীম।  ধর্মপ্রাণ মুসলমানরা মাসজুড়ে রোজা রেখে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে ইবাদতে নিমগ্ন থাকেন। আসুন রমজানের প্রথম দিনের জন্য ইবাদত সহায়ক কিছু বিষয় জেনে নেই!

জেনে রাখা ভালো- 
রমাযান শব্দটি আরবী ‘রাময’ ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ জ্বালিয়ে দেওয়া। এই মাসটি যেহেতু রোজাদারের পাপরাশিকে জ্বালিয়ে দেয় তাই এর নাম রমাযান।

করবো-
সবার সাথে কোমল আচরণ ও মিষ্টি ভাষায় কথা বলা।

ছাড়বো-
কটু কথা বলা, লোককে কষ্ট দেওয়া।

মাসআলা-
রোযা রেখে ইঞ্জেকশন পুশ করাতে সমস্যার কিছু নেই।

ভুল ধারণা-
রোযা রেখে নখ কাটলে রোযা হালকা হয়ে যায়।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের প্রথম পারা তেলাওয়াত। 
(প্রতি নামাজের পর চার পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)

সুসংবাদ-
জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে রোযাদার ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বুখারি)

উপকারিতা-
রোজার মধ্য দিয়ে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে। ফলে হূিপণ্ড ও রক্তনালীর উপকার সাধন হয়।

আজ ঢাকার ইফতারের সময়